Home কুরআন ও হাদিসের আলো সৃষ্টির প্রতি দয়াশীল হও

সৃষ্টির প্রতি দয়াশীল হও

হযরত জারির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি রাসূল (সা) থেকে বর্ণনা করেন। রাসূল (সা) এরশাদ করেন, যে ব্যক্তি কারো প্রতি দয়া প্রদর্শন করে না তার প্রতিও দয়া প্রদর্শন করা হয় না। (বুখারি শরিফ)

বন্ধুরা
শীতের সকালে ভালো আছ নিশ্চয়ই আশা করি। আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করছি।
শীত জেঁকে বসেছে এ দেশের প্রতিটি গ্রামে। দরিদ্র মানুষগুলো শীতের তীব্রতায় কষ্টকর মুহূর্ত পার করেছে। সাইবেরিয়ার পাখিগুলো অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচার জন্য বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেছে।
এমতাবস্থায় এ দেশের দরিদ্র শীতকাতর জনগোষ্ঠীকে যেমন ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্য শীতবস্ত্র বিতরণ করা জরুরি, তেমনি পরিবেশ রক্ষার্থে পশুপাখি বিশেষ করে অতিথি পাখি সংরক্ষণে আরো বেশি পদক্ষেপ নেয়া জরুরি। কারণ পাখি নিধন করলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে। এতে ক্ষতির শিকার হবো আমরা।
তাই রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না মহান ¯্রষ্টার পক্ষ থেকে তার প্রতি দয়া প্রদর্শন করা হবে না। রাসূল (সা) অন্য হাদিসে বলেছেন, তোমরা জমিনে বসবাসকারীদের প্রতি দয়ালু হও আসমানবাসীও তোমাদের প্রতি দয়াশীল হবেন। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও এখনো অনেক অসহায় অনাথ এত বেশি পরিমাণে আছে যারা দুই মুঠো ভাত পান না, প্রয়োজনীয় চিকিৎসাসেবার অভাবে দিন দিন ধুঁকে ধুঁকে মরছে।
অনেক পরিবার আজও চরম দরিদ্রতার কশাঘাতে জর্জরিত। যারা ন্যূনতম খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি থেকে বঞ্চিত, যাদের প্রতি রাষ্ট্রের তত্ত্বাবধান আরো জরুরি ছিল। কিন্তু আজ তারা চরম অবহেলিত। তাদের প্রতি আমরা যদি দয়া প্রদর্শন করিতে পারি, তবে আকাশবাসী ও মহান আল্লাহ আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন।

বন্ধুরা,
এসো আমাদের চারিদিকে ছড়িয়ে থাকা অসহায় পথশিশু, দরিদ্র জনগণের প্রতি আরো দয়াশীল হই। বাবা-মায়ের প্রতি আরো অনুগত হই। অতিথি পাখিগুলোর কোনো ক্ষতি না করি।
আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।

গ্রন্থনায় : মিজানুর রহমান

SHARE

Leave a Reply