Home ছড়া-কবিতা রাসূল (সা.) আমার

রাসূল (সা.) আমার

সোনিয়া সাইমুম বন্যা #

আগমনে তাঁর বিনীত আকাশ বাঁধ ভেঙে ছিলো আলোর
মরু বালুকায় দোল দিয়েছিলো খেজুর পাতার ঝালর
উন্মনা রাতের আঁধার পেরিয়ে ঝলমলে দিন হাসে
দিকে দিকে পড়ে সুরভিত সাড়া ঐ বুঝি সে আসে।
অবাক পৃথিবী সব ফুল তার ঢেলে দেয় সব রূপ
নতুন সুরের আগমনে তাই পাখির কণ্ঠ চুপ।
বীজের খোলস ভেঙে উঠে আসে সবুজ পাতা
প্রকৃতিতে পড়ে সবখানে সাড়া খুঁজে সে নির্ভরতা
মরুর আকাশে চমকায় আজ বেহেশতি সে নূর
সে আলোর ¯্রােতে আড়মোড়া ভেঙে আঁধারেরা হয় দূর
শিরায় শিরায় কানাকানি চলে স্বরলিপি দল বাঁধে
ও রূপের উপমা খুঁজে পাই না তো ভরা পূর্ণিমা চাঁদে
সারা দুনিয়ার মেশক, আম্বর জাফরান যেনো আজ
মা আমিনার ক্ষুদ্র কুটিরে লুটায়েও পায় লাজ।
রাহমাতুল্লিল আলামিন তিনি হেরার পরশ মণি
তাঁর আগমনে কাবায় ছড়ালো আজানের সুরধ্বনি।

SHARE

Leave a Reply