Home তোমাদের কবিতা সবার ঘরে ঘরে সবার ঘরে ঘরে December, 2014 ছাদিক বিন তালিব শীত এলো ঠান্ডা নিয়ে সবার ঘরে ঘরে তাইতো সবাই ঘুর বেড়ায় শীতের কাপড় পরে। সকালবেলার রোদটুকু সোনার চেয়ে দামি মিষ্টি রোদে মজা করতে ভালবাসি আমি। শীতের রাতে বিড়ালগুলো ভাবে মনে মনে একটুখানি জায়গা পাব কার ঘরের কোণে?