আমরা পড়ি কিশোরকণ্ঠ
দ্বীন দুনিয়া জানতে
সুন্দর সুন্দর গল্প ছড়া
পড়তে এবং মানতে।
প্রতি সংখ্যার প্রচ্ছদ যেন
সবুজ নকশি কাঁথা
ফুল পাখিদের কথা নিয়ে
ছড়ার মালা গাঁথা
কুরআন সুন্নার মহান বাণী
শুরুতেই পড়ি
সঠিক পথের দিশায় জীবন
দ্বীনের আলোয় গড়ি।
আমরা পড়ি কিশোরকণ্ঠ
মনের ক্ষুধা মিটাই
শিখতে অনেক কিছু সুপ্ত
মেধার বিকাশ ঘটাই
কিশোরকণ্ঠ মজায় ভরা
তাইতো ভালোবাসি
দ্বীনের আলো হৃদয়ে পুষি
স্বপ্ন রাশি রাশি।