IIআহসান হামিদ II
রূপরসগন্ধমাখা
বনবনানীর সকল শাখা
সুবাস আনে বসন্ত বাতাস;
কৃষ্ণকালো কোকিল ডাকে
সবুজরঙা পাতার ফাঁকে
এমন যদি থাকতো বারো মাস!
ফোটে ফুল থোকা-থোকা
কুড়িয়ে আনে প্রিয় খোকা
খুকু গাঁথে সে ফুলেরই মাথা;
খোকা-খুকু মালা পরে
মেঠোপথে গ্রামটি ঘোরে
সবাই বলে, ‘দেখায় বড় বেশ’;
ধানের দেশ, গানের দেশ
প্রকৃতি ধরে নানান বেশ
এই তো সবার প্রিয় বাংলাদেশ।