Home নিয়মিত বন-বিড়ালের ছানা

বন-বিড়ালের ছানা

শওকত আলম

Bon biralতুলতুলে গা হলুদ লোম,
আদর কাড়ে মায়ের ওম।
ফুট ফুটে চোখ টানা,
বন বিড়ালের ছানা।

গভীর বনে গুহায় থাকে,
মায়ের মুখে মুখটা রাখে।
খাদ্য শুঁকে লেজটা নাড়ে,
ঝিঁঝি ঘুমে নাক ডাকে।

পেছন ফিরে ঘোরায় ঘাড়,
লাফায় চার গুতায় আড়।
ঢালু ক্ষেতে ভাঙে আখ,
আলু ছেড়ে ঢেঁকিশাক।

SHARE

Leave a Reply