ফারুক হোসেন
একটি শিশু ভৃত্য হয়ে
খাচ্ছে বকাবকি,
একটি শিশু পাচার হয়ে
হচ্ছে উটের জকি।
একটি শিশু কারখানাতে
মানবেতর কাজে,
একটি শিশু বিক্রি হলো
পন্থায় আজেবাজে।
একটি শিশু অঙ্গ হারায়
ভিখারী হয় পথে,
নানাভাবে পরিণত
হয় শিশু পণ্যতে।
একটি শিশু পণ আদায়ের
জন্য অপহৃত,
এই শিশুরা অধিকারের
দিক থেকে বঞ্চিত।