সোহানুর রহমান সোহান
একটি ছেলে আদুল গায়ে
খাটছে সারাদিন
কষ্টে আমার বুকটা ফাটে
মন করে চিনচিন
আজ ছেলেটি শিশু শ্রমিক
করে কষ্টের কাজ
হাড়ভাঙা ওর খাটুনি দেখে
মাথায় পড়ে বাজ।
সোহানুর রহমান সোহান
একটি ছেলে আদুল গায়ে
খাটছে সারাদিন
কষ্টে আমার বুকটা ফাটে
মন করে চিনচিন
আজ ছেলেটি শিশু শ্রমিক
করে কষ্টের কাজ
হাড়ভাঙা ওর খাটুনি দেখে
মাথায় পড়ে বাজ।