মানসুর মুজাম্মিল
আজ নতুনের ডাক
আজ দুরন্ত বৈশাখ
আজ প্রচণ্ড খরতাপ
রোদের ভীষণ চাপ।
শ্যামলিমা যায় হারিয়ে
কালবোশেখি যায় দাঁড়িয়ে।
গাছের মাথা ভেঙে চুর
কই পালালো?
ওই যে দূর।
শুকায় নদী-নালা
কালবোশেখির লম্বা থাবা
ওরে পালা পালা!
ফোটে টগর, বেলি,
বকুল, গন্ধরাজ
আসছে ওরে পাগলা হাওয়া-
ঘরে ফেরাই কাজ।
নতুন ফুল নতুন ফল
নতুন দিনের শুরু
বোশেখ মাস বোশেখ মাস
সকল মাসের গুরু।
দুঃখ সকল ভুলে গিয়ে
নতুন করে বাঁচা
পাখিগুলো যায় উড়ে যায়Ñ
চায় না শিকল, খাঁচা।
সকল মানুষ সকল প্রাণী
নিকনা একটু বাঁক
নতুন নতুন
বারতা নিয়ে
এলো এলো
দাপুটে বৈশাখ।