Home ছড়া-কবিতা ইতিহাস ইতিহাস February, 2014 আ শ ম বাবর আলী শক্তি দিয়ে সত্যটাকে যায় না চেপে রাখা প্রমাণ যে তার ইতিহাসে আছে কত আঁকা। মনের কথা মুখের ভাষা বলতে ছিল মানা পরিণাম তার কী হয়েছে সে তো সবার জানা। বন্দী ভাষা মুক্তি পেলো শক্তি নিয়ে বুকে পরাজিত অত্যাচারীর লাগলো কাঁপন বুকে।