হাসান হাফিজ
কাটুম কুটুম কাঠবেড়ালি
ইতিউতি চাইছে খালি
ফুটছে রঙিন ফুলগুলি
গাইছে রে গান বুলবুলি।
কাঠবেড়ালি চঞ্চলা খুব
লম্ফ ঝাঁপে দিনটি পার
গাছের বাদাম সব সাবাড়।
কাটুম কুটুম চিচিং ফাঁক
বন্যা খরা তফাৎ যাক।
কাঠবেড়ালি কাটুম কুটুম
গাছ-খোঁড়লে দিচ্ছে যে ঘুম।
ভোর হলে রোদ উঠলে পর
কাঠবেড়ালি ছাড়বে ঘর।