নূর-ই-ইলাহী।
শীতের বুড়ি ঘোমটা দিয়ে
আমার দেশে আসে
খেজুর গাছে রসের হাঁড়ি
পৌষ-মাঘের মাসে।
হিমেল হাওয়ায় বর্গাচাষি
চাদর দিয়ে গায়
মেঠো পথে লাঙল কাঁধে
মাঠের পানে যায়।
সূর্যি মামাও মুখটি লুকায়
মেঘের দেশে গিয়ে
চাঁদ মামাটা দেয় না দেখা
শীতের বুড়ির ভয়ে।
ভাঁপা পিঠার গন্ধ ভাসে
সারা উঠোন জুড়ে
হরেক রকম পিঠাপুলি
সবার ঘরে ঘরে।
Wow, I am very satisfy to read this poem.
Very nice.
Nice Poem……
Valo loglo Ko….bi…ta….ti.
Darun laglo
Darun hoyeacea.
Sir, Apnar Kobita ?
মজার