নূরুল হক|
কোথায় যেনো দেখেছি তাকে, সব ভুলেছি আজ
শরীর ছিলো কোমল কচি, সবুজ পাতার সাজ
মনটা ছিলো উড়– উড়– দৃষ্টি ছিলো উদাস
এখন তুমি কোথায় থাকো কোথায় তোমার বাস?
পড়ছে মনে বলেছিলে যাবে আমার সাথে
জোনাক পোকা ধরবে তুমি খেলবে আঁধার রাতে
শিশির ভেজা ভোরের ঘাসে মেলবে খুশির পাখা
বলবে তুমি আমার এ দেশ লাল-সবুজে আঁকা
পড়ছে মনে বলেছিলে ভাসবে আকাশ নীলে
শুনবে তুমি জলের নূপুর নদ নদী আর ঝিলে
পাতার বাঁশি বাজিয়ে তুমি তুলবে জলে ঢেউ
আমি ছাড়া তোমার পাশে থাকবে না আর কেউ
আকাশ থেকে ছিঁড়ে এনে ডজন খানেক তারার ফুল
গাঁথবে মালা মনের সুখে রঙ্গীন হাওয়ায় উড়বে চুল
উড়বে তুমি বাঁধনহারা চপল মনে সারাটা রাত
পাহাড় ভেঙে আনবে তুমি হারানো দিন রাঙা প্রভাত
এখন তুমি ভুলেই গেছো স্মৃতির মাঠে বুনো ঘাস
বলবে নাকি কোথায় থাকো কোথায় তোমার বাস।