Home তোমাদের কবিতা খোকনের পণ

খোকনের পণ

বিশ্বাস আবুল কালাম

সন্ধ্যা হলে মামণি তার
প্রদীপ দিল জ্বেলে
ছোট্ট ছেলে ঘরের কোণে
পড়তে বসে হেলে।
চাঁদ যেমন তার কিরণ দিয়ে
রাতকে করে আলো
তেমনি যেন বাঁশকাননে
জোনাক জ্বালায় আলো।
খোকন সোনা পণ করেছে
চাঁদ জোনাকির মত
জ্বালবে আলো ওর জীবনে
বাধা আসুক যত।

SHARE

Leave a Reply