কাজী সাকলাইন মুশতাক
ঈদের দিনে সূর্য যেন
নতুন খবর দেয়
প্রভাত আলোর রঙটা আমার
হৃদয় কেড়ে নেয়।
ফুল ফোটে সব বনে বনে
গাছের ডালে পাখি
কিচিরমিচির ডাকছে শুধু
স্বপ্ন ভরা আঁখি।
সবার মনে যায় ছড়িয়ে
অন্যরকম সুখ
নতুন জামা নতুন জুতোয়
খোকার হাসি মুখ।
বিকেল বেলায় রঙধনুটা
আকাশকোণে হাসে
সেই হাসিতে ভুবন যেন
খুশির ভেলায় ভাসে।