শামীম খান যুবরাজ
সবুজ গাঁয়ের মেঠোপথে
আয়রে ছুটে আয়
গাঁয়ের পাশেই বইছে নদী
পাল তুলেছে নায়।
বসছে মেলা ধান শালিকের
পাকা ধানের ক্ষেতে
পতঙ্গ আর ফড়িং ধরায়
ফিঙে ওঠে মেতে।
আয়রে ছুটে দেখবি যদি
শাপলা ফোটা ঝিলে
ডাহুক ছানার ছুটোছুটি
বকরা পুঁটি গিলে।
হিজল তলায় ফুল ঝরেছে
লাগছে দারুণ বেশ
লাল সবুজে রূপের ছটা
সোনার বাংলাদেশ।