Home তোমাদের কবিতা স্বদেশ

স্বদেশ

চান শরীফ

চায় মন মিশে যাই
পাখিদের দলে
মাছ হয়ে ভাসি
রূপালী জলে।
ইচ্ছে হয় উড়ি
যেনো রঙিন ঘুড়ি
সবুজে সবুজে লাগে দোলা
মনটা আমার আত্মভোলা
ইচ্ছে নিয়ে আছি বেশ
মনের মাঝে প্রিয় স্বদেশ।

SHARE

Leave a Reply