সাজজাদ হোসাইন খান
ঈদ বলি ভাই কাকে
আমার জন্য
দাঁড়িয়ে থাকা
সবুজ গাঁয়ের মাকে।
ঈদ বলি ভাই কাকে
অন্ধকারের
বিশাল চোখে
জোনাক ঝাঁকে ঝাঁকে।
ঈদ বলি ভাই কাকে
প্রজাপতির
নীলাভ ডানায়
নকশি যিনি আঁকে।
ঈদ বলি ভাই কাকে
ছোট্ট খোকার
নাটাই ঘুড়ি
হাওয়ার ফাঁকে ফাঁকে।
ঈদ বলি ভাই কাকে
কোন্ অজানায় থাকে
স্বপ্ন সোহাগ মাখে।
ঈদের বাড়ি মনের ভিতর
বেহেশ্ত ভেজা ফুল
খুকুর চুলে জরিন ফিতা
বেনী উলুল ঝুল।