বেণীমাধব সরকার
ওঠ খোকা জেগে ওঠ সকাল বেলায়
সময়ের অপচয় করো না হেলায়।
পলে পলে ছুটে চলে সময়ের গতি
আয়ু ছোটে তারই পিছে ধরে এক পথই।
নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতি দমে দমে
বয়সটা বাড়ে বটে আয়ু যায় কমে।
সময়টা চলে গেলে পাবে না যে আর
তাই করো সময়ের সদ্ব্যবহার।
বেণীমাধব সরকার
ওঠ খোকা জেগে ওঠ সকাল বেলায়
সময়ের অপচয় করো না হেলায়।
পলে পলে ছুটে চলে সময়ের গতি
আয়ু ছোটে তারই পিছে ধরে এক পথই।
নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতি দমে দমে
বয়সটা বাড়ে বটে আয়ু যায় কমে।
সময়টা চলে গেলে পাবে না যে আর
তাই করো সময়ের সদ্ব্যবহার।
খুবই একটি বালো কবিতা।আমাদের সকলের সময়ের মূল্য দেওয়া উচিৎ।