রেদওয়ানুল হক
মারামারি বাড়াবাড়ি
আর না
কাড়াকাড়ি তাড়াতাড়ি
ছাড় না!
দল বেঁধে গল বেঁধে
চল না
আল্লাহর নাম মুখে
বল না।
আজ হলো হাসি-খুশি
ঈদ ভাই
নেই নেই রেশারেশি
জিদ তাই।
নেই আর মনে কোনো
দ্বন্দ্ব
যায় বয়ে সুরভীর
ছন্দ॥
রেদওয়ানুল হক
মারামারি বাড়াবাড়ি
আর না
কাড়াকাড়ি তাড়াতাড়ি
ছাড় না!
দল বেঁধে গল বেঁধে
চল না
আল্লাহর নাম মুখে
বল না।
আজ হলো হাসি-খুশি
ঈদ ভাই
নেই নেই রেশারেশি
জিদ তাই।
নেই আর মনে কোনো
দ্বন্দ্ব
যায় বয়ে সুরভীর
ছন্দ॥