জাকারিয়া আজাদ
একটি পাখি উড়ে
ইচ্ছে মতো ঘুরে
ডানা দুটো মেলে
ইচ্ছে মতো খেলে
যায় উড়ে যায় দূরে।
একটি পাখি ডাকে
ডাকছে যেন মাকে
লাগছে খিদে বুঝি
নেই তো খাবার পুঁজি
চুপ করে শেষ থাকে।
জাকারিয়া আজাদ
একটি পাখি উড়ে
ইচ্ছে মতো ঘুরে
ডানা দুটো মেলে
ইচ্ছে মতো খেলে
যায় উড়ে যায় দূরে।
একটি পাখি ডাকে
ডাকছে যেন মাকে
লাগছে খিদে বুঝি
নেই তো খাবার পুঁজি
চুপ করে শেষ থাকে।