Home তোমাদের কবিতা পরের জন্য

পরের জন্য

জহিরুল ইসলাম

পরের সুখে সুখী মোরা তার দুখেতে দুখী
নিজের সুখটা খুঁজি দাও না উঁকি ঝুঁকি।
পরকে মোরা ভালবাসি নিজের চেয়ে বেশি
সেজন্য হয়তো হতে পারে সুদূর ভিন দেশি।

হাজার বছর সুখী মোরা পরকে সুখী পেয়ে
আমরা শত কষ্টে থাকি যদিও না খেয়ে।
শত্রুটাকে ছেটে মোরা বন্ধু বৃদ্ধি করি
শত ব্যথা ভুলে গিয়ে ভালো জীবন গড়ি।

পরকে মোরা রক্ষা করি বেশি নিজের চেয়ে
ভয় করি না বুলেট বোমা আসছে দেখে ধেয়ে।

SHARE

Leave a Reply