মো: আলাউদ্দীন
চাঁদের হাসি ভালোবাসি
নিঝুম ঐ মাঠে
একলা দেখি আপন মনে
বসে দিঘির ঘাটে।
দিঘির জলে পড়ছে যে
চাঁদের শুভ্র ছায়া
চারদিকে আজ ছড়িয়ে গেছে
খুশি ভরা মায়া।
মো: আলাউদ্দীন
চাঁদের হাসি ভালোবাসি
নিঝুম ঐ মাঠে
একলা দেখি আপন মনে
বসে দিঘির ঘাটে।
দিঘির জলে পড়ছে যে
চাঁদের শুভ্র ছায়া
চারদিকে আজ ছড়িয়ে গেছে
খুশি ভরা মায়া।