মো: সোলতান মাহমুদ
খুশির ঈদ আবার এলো
বছর ঘুরে ফিরে
কী থেকে কী করবো
ভাবি একটু ধীরে।
নতুন পোশাক পরে আমি
যাবো নামাজ পড়তে
কার সাথে আগে যাব
কোলাকুলি করতে।
মো: সোলতান মাহমুদ
খুশির ঈদ আবার এলো
বছর ঘুরে ফিরে
কী থেকে কী করবো
ভাবি একটু ধীরে।
নতুন পোশাক পরে আমি
যাবো নামাজ পড়তে
কার সাথে আগে যাব
কোলাকুলি করতে।