Home তোমাদের কবিতা খুশির ঈদ

খুশির ঈদ

মো: সোলতান মাহমুদ

খুশির ঈদ আবার এলো
বছর ঘুরে ফিরে
কী থেকে কী করবো
ভাবি একটু ধীরে।
নতুন পোশাক পরে আমি
যাবো নামাজ পড়তে
কার সাথে আগে যাব
কোলাকুলি করতে।

SHARE

Leave a Reply