মীর আমজাদ আলী
সারাকাশ জুড়ে দেখ
ঘন কালো মেঘ
কড় কড় বিদ্যুৎ
বাতাসের বেগ।
শুরু কালে বর্ষায়
ছিটে ফোঁটা পানি
একই সাথে পড়ে শিল
সাইক্লোন আনি।
আষাঢ়ের বরষায়
মাঠ ভর ভর
তবুও গুমোট গরম
ঘাম দর দর।
সাপ ব্যাঙ মাছে খ্যালে
খালে আর বিলে
বরষায় আমোদ লোটে
ওরা দশে মিলে।
শ্রাবণ এলেই দ্যাখো
ঝিরি ঝিরি ধারা
আকাশে ধবল মেঘ
জোছনায় ভরা।