আবুল হোসেন আজাদ
আকাশের নীল যায় ঢেকে সব
মেঘের কাল ডানায়
আর তখনই রিম ঝিম ঝিম
বৃষ্টি যে ঝরে যায়।
ফুটলো কদম চামেলী কামিনী
হাসনা হেনা ও কেয়া
বজ্র আকাশে গুরু গুরু ডাকে দেয়া
থেমে থেমে থেমে কখন বিপুল
বৃষ্টিতে বন্ধ খেয়া।
ভেজা কাক বসে কা কা কা কা ডেকে
পাখা তার ঝাপটায়
মেঘের কিনারে বিজলিও চমকায়
গাছের পাতারা বাঁশঝাড়গুলো
নুয়ে আসে দমকায়।