Home তোমাদের কবিতা বৃষ্টি এলো

বৃষ্টি এলো

মীর সাখাওয়াত হোসেন শামীম

বৃষ্টি এলো পুকুর ধারে
ছন্দ মেখে গায়
ঝুমুর ঝুমুর একটানা সুর
অবুঝ সবুজ গাঁয়।

বৃষ্টি এলো বাঁশের বনে
কানাবগির নীড়ে
বিলের ধারে সারি সারি
বলাকাদের ভিড়ে।

বৃষ্টি এলো টিনের চালে
টাপুর টুপুর সুরে
বৃষ্টিভেজা এমন দিনে
মন উড়ে যায় দূরে।

SHARE

Leave a Reply