সাদিয়া আফরিন
আমাদের দেশে আছে সুন্দরবন
আনন্দে ভরে যায় আমাদের মন।
সেই বনে বাস করে চিত্রল হরিণ
সেই বনে গেলে মন থাকে নাকো মালিন।
এই বনের চারদিকে বয়ে গেছে নদী
সেই নদী দেখতে পাবে বনে যাও যদি।
গাছে গাছে উড়ে বেড়ায় নানারকম পাখি
ফুলের সুবাসে তারা করে মাখামাখি।