এম ইমন ইসলাম
শ্রাবণ এলো বর্ষা নিয়ে
ব্যাঙের মাতামাতি,
পুকুর-ডোবা ভরবে এবার
খুব যে রাতারাতি।
আঁকা-বাঁকা গাঁয়ের পথে
কাদার মাখামাখি
সন্ধ্যা-রাতে থেকে থেকে
শেয়াল ডাকাডাকি।
নদীর বুকে জেলে ভায়ের
মাছ যে ধরাধরি
সবুজ বনে হাজার রঙের
ফুলের ছড়াছড়ি।
এম ইমন ইসলাম
শ্রাবণ এলো বর্ষা নিয়ে
ব্যাঙের মাতামাতি,
পুকুর-ডোবা ভরবে এবার
খুব যে রাতারাতি।
আঁকা-বাঁকা গাঁয়ের পথে
কাদার মাখামাখি
সন্ধ্যা-রাতে থেকে থেকে
শেয়াল ডাকাডাকি।
নদীর বুকে জেলে ভায়ের
মাছ যে ধরাধরি
সবুজ বনে হাজার রঙের
ফুলের ছড়াছড়ি।