Home ছড়া-কবিতা এইতো আমার ঘর

এইতো আমার ঘর

সাজজাদ হোসাইন খান

আকাশ থেকে ঠিকরে পড়ে চাঁদের মাখন রাতে
উঠান ভরা রোদ ফেলে দেয় সূর্য মামা প্রাতে।
তিয়াস মিটায় তোমার আমার সাগর এবং নদী
দেশ-মহাদেশ গ্রামের ছায়ায় বইছে নিরবধি।

নানান রকম ফুলের মেলা শহর নগর জুড়ে
মেঘের পালে পাখনা রেখে পাখপাখালি ওড়ে।
ফল-ফসলে ঝলকে ওঠে তেপান্তরের মাঠ
অন্ধকারে আকাশ যেনো শিউলি ফুলের হাট।

হিজল পাতায় শীতল হাওয়া অবাক করে মন
ছবির পিঠে ছবির ভেলা পাহাড় এবং বন।
ফুল পাখিতে মাখামাখি এইতো আমার ঘর
কী করে ভাই ভুলবো বলো ভালোবাসার চর!

SHARE

Leave a Reply