ফারুক হাসান
নাটাই হাতে সুতোর টানে
খোকা ওড়ায় ঘুড়ি,
উড়ে উড়ে ছোঁবেই যেন
দূরে চাঁদের বুড়ি।
হন্যে হয়ে আম্মু খোঁজেন
সারা দুপুর বেলা
ঘুড়ির নেশায় করিস খোকা
লেখাপড়ায় হেলা?
যতই করি বারণ, শাসন
দিস্নে তবু কান,
ঘুড়িই যেন নিল কেড়ে
তোর মন-প্রাণ!
ভোঁকাট্টা হয়ে ঘুড়ি
হারিয়ে যায় যদিÑ
বুকটি জুড়ে থাকবে শুধু
দুঃখ নিরবধি।
তারচেয়ে তুই যা ভুলে যা
নাটাই-ঘুড়ির কথা
তার চেয়ে আয় শোনাই তোকে
চাঁদের বুড়ির কথা।
অ আ ই ঈ
উ ঊ ঋ
এ ঐ ও ঐ