কেমন করে
মুহা. খাইরুল ইসলাম
পুব দিগন্তে মুচকি হেসে
ওঠে যখন রবি
অবাক হয়ে তাকিয়ে দেখি
অবাক করা ছবি।
কেমন করে ধরার বুকে
ছড়ায় প্রভু আলো
মন ভরে যায় এসব দেখে
লাগে ভীষণ ভালো।
স্বপ্ন রাঙা দু’টি চোখে
দেখি যে তার দান
সব কিছুরই মালিক তিনি
আল্লাহ মেহেরবান।