শান্ত দিঘি
জাহাঙ্গীর হোসেন বাদশাহ
সূর্যি মামা রোদ ছড়িয়ে
পানির উপর পড়ে
মৃদু মন্দ বাতাস বহে
ঢেউগুলো সব নড়ে।
বিকেল হলে শান্ত দিঘি
লাল গোধূলি মাখে
ধীরে ধীরে দিঘির বুক
আঁধার এসে ঢাকে।
বিকেল হলে শান্ত দিঘি
লাল গোধূলি মাখে
ধীরে ধীরে দিঘির বুক
আঁধার এসে ঢাকে।
তারই পঠে চড়ে খোকন
কেউ করে না মানা।