শরিফ আহমাদ
আম পড়েছে আম পড়েছে
আম পড়েছে ভোরে
শব্দ হলো জোরে।
আমের আশায় ছোট্ট খোকা
শোয়া থেকে ওঠে
গাছের তলে ছোটে।
এদিক ওদিক খুঁজে খুঁজে
খোকা হলো হন্যে
একটি আমের জন্যে।
একটু দূরে অবশেষে
আমটি গেলো পাওয়া
পাখির আধেক খাওয়া।
শরিফ আহমাদ
আম পড়েছে আম পড়েছে
আম পড়েছে ভোরে
শব্দ হলো জোরে।
আমের আশায় ছোট্ট খোকা
শোয়া থেকে ওঠে
গাছের তলে ছোটে।
এদিক ওদিক খুঁজে খুঁজে
খোকা হলো হন্যে
একটি আমের জন্যে।
একটু দূরে অবশেষে
আমটি গেলো পাওয়া
পাখির আধেক খাওয়া।