Home তোমাদের কবিতা আমার গাঁয়ে

আমার গাঁয়ে

আরিফুল ইসলাম সোহেল

আমার গাঁয়ে ভর দুপুরে
রাখাল বাজায় বাঁশি
বটের ছায়ায়, শ্যামল মায়ায়
মুখ ভরা তার হাসি।
দোয়েল, কোয়েল, শালিক পাখি
পিঁউ-পাপিয়ার গান
ঘুঘুর ডাকে উথলে ওঠে
গাঁয়ের সবার প্রাণ ॥
এই গাঁয়েতে ফলে সোনা
সোনায় ভরা দেশ,
“ধনে-ধন্য, পূষ্পে ভরা”
আমার বাংলাদেশ ॥

SHARE

Leave a Reply