Home তোমাদের কবিতা ওদের জীবন

ওদের জীবন

আহসান হাবিব

কেউ খাচ্ছে কোরমা পোলাও
কেউ পরোটা ঘিয়ে
কেউ সকালে নাস্তা সারি
কোপতা কাবাব দিয়ে।
কিন্তু ওরা সারাটা দিন
খেটে খুটে মরে
অভাব ওদের নিত্য সাথী
চাল থাকে না ঘরে।
ঘুমায় ওরা পথের ধারে
কিংবা সিঁিড়র নিচে
স্বপ্নগুলো ধুকছে ওদের
পথের কালো পিচে।

SHARE

Leave a Reply