মাসুম বিল্লাহ ..
ছবির দেশে শরৎ শেষে
হেমন্তেরই আগমন
পাকা ধানের সোনা রঙে
জুড়ায় সকল চাষির মন।
নতুন ধানের গন্ধে আকুল
বইছে খুশির আমেজ
হরেক রকম পিঠাপুলি
লাগছে দারুণ বেশ।
রাতের বেলায় ঝরা শিশির
ঘাসের ডগায় হাসি
হেমন্তেরই মৃদু প্রভাত
তাইতো ভালোবাসি।