Home তোমাদের কবিতা হেমন্ত মানে হেমন্ত মানে November, 2012 কাউছার আলম .. হেমন্ত মানে চাষিদের গোলা ভরা ধান হেমন্ত মানে গ্রামজুড়ে নবান্নের গান। হেমন্ত মানে কৃষকের ধান কাটার ধুম হেমন্ত মানে কিষাণীর চোখে নেই ঘুম। হেমন্ত মানে গ্রামে শুধু নতুন চালের অন্ন হেমন্ত মানে সুখের দিন গরিব-দুখীর জন্য।