Home অফিস প্রোগ্রাম দ্বিতীয় জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দ্বিতীয় জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কিশোরকণ্ঠ মেধাবী, সৎ নেতৃত্ব তৈরি এবং একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে ভূমিকা পালন করছে – কবি আসাদ চৌধুরী

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও বাংলা একাডেমীর সাবেক চেয়ারম্যান কবি আসাদ চৌধুরী বলেছেন, নৈতিকতাসম্পন্ন মেধাবী নেতৃত্ব গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি। অযুত সম্ভাবনার বাংলাদেশকে আধুনিক স্বনির্ভর রূপে রূপান্তরিত করতে হলে সৎ ও মেধাবীদের জাতির নেতৃত্বে এগিয়ে আসতে হবে। আর সেই সৎ ও মেধাবী নেতৃত্ব গড়ে তুলতে সহায়তা করছে নতুন কিশোরকণ্ঠ। তিনি বলেন, জাতীয় শক্তির মূল হলো ঐক্য। কিন্তু জাতি আজ সব ক্ষেত্রে বিভক্ত। জাতীয় ঐক্য গড়তে ব্যর্থ হলে তা হবে আমাদের ব্যর্থতা। তাই নিজেদের পরিবর্তন করতে হবে। তিনি ৮ সেপ্টেম্বর সকালে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লটারির মাধ্যমে চলছে বিজয়ী অনুসন্ধান

কিশোরকণ্ঠের সহকারী সম্পাদক জুবায়ের হুসাইনের পরিচালনায় ও সম্পাদক কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক কথাশিল্পী দিলারা মেসবাহ, দিগন্ত টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান মন্জু, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আবদুল জব্বার, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এ বি এম জয়নাল আবেদীন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও টিভি সাংবাদিক শিল্পী আমিরুল মোমেনিন মানিক, কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক নিজামুল হক নাঈম ও কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় আহবায়ক মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক মশিউর রহমান রাজু, তোফাজ্জল হোসাইন, মাজহারুল ইসলাম, আলফাজ হুসাইন প্রমুখ
বিশেষ অতিথির বক্তব্যে দিলারা মেসবাহ বলেন, কিশোরকণ্ঠ আগামী দিনে সুন্দর একটি দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সত্যিকার সুনাগরিক তৈরিতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক। মজিবুর রহমান মন্জু বলেন, তরুণরা যদি একবার মনস্থ করে তাহলে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। তারা জাতির উজ্জ্বল ভবিষ্যৎ। তারাই দেশের ভাগ্য বদলাতে পারে। আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার বিকাশ ঘটাতে পারলে দেশকে স্বনির্ভর করা যাবে। এ জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে। যোগ্যতার কোনো ঘাটতি থাকলে তাও পূরণ করতে হবে। কিশোরকণ্ঠের মহাসচিব বলেন, জাতিকে যথাযোগ্য ও উত্তম শিক্ষা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিশোরকণ্ঠ। বর্তমান প্রজন্মকে অবশ্যই বিজয় ছিনিয়ে আনতে হবে। তাহলে আমাদের আর কোনো প্রতিপক্ষ থাকবে না। আমরা যেখানে হেরেছি সেখানে তোমরা বিজয়ী হবে। কারণ আমরা হারবার জাতি নই। এ জাতির ভবিষ্যৎ উজ্জ্বল।
সভাপতির বক্তব্যে কবি মোশাররফ হোসেন খান বলেন, আমরা গরিব নই, বিভিন্ন চক্রান্ত, কৌশলের মাধ্যমে বাংলাদেশকে দমিয়ে রাখা হয়েছে। সুজলা-সুফলা বাংলাদেশের জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরির জন্যই কিশোরকণ্ঠ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, কিশোরকণ্ঠের উদ্যোগে এবার দ্বিতীয় জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম বিশজনকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার ১টি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা বিজয়ীদের প্রদান করা হয়। বাকি সতেরজন বিজয়ীকে বিশেষ পুরস্কার দেয়া হয়। পরবর্তী প্রতিযোগিতায় ৫০ জনকে পুরস্কৃত করা হবে।

SHARE

Leave a Reply