Home তোমাদের কবিতা ঈদে এসেছে

ঈদে এসেছে

দীদার মাহদী ..

ঈদ এসেছে ঈদ
দমিয়ে রাখো জিদ
আমোদ ফুর্তি সবার মাঝে
অলস দুপুর সন্ধ্যা সাঁঝে
যায় উড়ে যায় নিঁদ
ঈদ এসেছে ঈদ
গরিব-ধনী এক সারিতে
ঈদের দিনে সব বাড়িতে
গায় যে সুখের গীত
ঈদ এসেছে ঈদ।

SHARE

Leave a Reply