খায়রুল বাসার আবুল খায়ের..
শরৎ আসে পল্লী গাঁয়ের
শাপলা ফোটা ঝিলে
আকাশ হতে হঠাৎ আবার
বৃষ্টি নামে বিলে।
হাওয়ায় চড়ে ভেসে বেড়ায়
সাদামেঘের ভেলা
সন্ধ্যা বেলায় নীল আকাশে
বসে তারার মেলা।
কাশফুলেরই ধবল কেশে
শোভিত হয় বিল
শরৎ এলে মন হয়ে যায়
স্বপ্ন ডানা চিল।