Home ছড়া-কবিতা এমন ঈদই চাই

এমন ঈদই চাই

হালিম নজরুল..

দীঘির ঢালে জামের ডালে
খেলছে কারা হেসে
শত্রু কি আজ মিত্র হলো
হিংসা গেল ভেসে!

অনিক রাজা বণিক খাজার
ভাঙলো অভিমান
দুই বংশের দেশ ধ্বংসেরৎ
দেমাগ ভেঙে খান।

বছর বছর প্রতিবছর
এমন ঈদই চাই
দেশের তরে আপন পরে
হিংসা ও দ্বেষ নাই।

SHARE

Leave a Reply