Home তোমাদের কবিতা খুশির ঈদ খুশির ঈদ August, 2012 মিশকাতুল জান্নাত মিশু .. বছর ঘুরে আবার এলো অনেক খুশির ঈদ তাই দেখ না টুটে গেছে খোকার চোখের নিঁদ। ঈদগাহেতে যাবে খোকা বাবার হাতটি ধরে বাড়ি এসে ফিরনি-সেমাই খাবে মজা করে। ঈদ মানে এহসানুল করিম কাওছার ঈদ মানে হাসি খুশি নব কলরোল সাজ সাজ রব দেখে মনে লাগে দোল।