মো: জুলকার নাঈম..
ঈদ এসেছে ঈদ এসেছে
সবাই কি যে খুশি
নানান রকম ই”ছা আমি
মনের মাঝে পুষি।
চাঁদ মামাটা কই
এস আই সানী
মেঘ চলেছে চাঁদের দেশে
চাঁদ মামাটা কই?
একটি পলক দেখতে তারে
চোখটি মেলে রই।
তারা ভাসে আকাশ নীলে
চাঁদের দেখা কই?
মেঘের ফাঁকে ঠোঁট বাঁকিয়ে
দি”েছ উঁকি ওই