Home ছড়া-কবিতা খেয়া নেই খেয়া নেই July, 2012 এ কে এম শামসুল ইসলাম.. ঈশান কোণে মেঘ করেছে সূর্য গেল পাটে গুড়– গুড়– দেয়া ডাকে খেয়া নেই যে ঘাটে। মাঝি ভাইয়ের নাম জানি না কী নাম লয়ে ডাকি রং কিংবা তুলিও নেই কেমনে ছবি আঁকি!