আবদুল হালীম খাঁ ..
কাল দেখেছি ময়লা গায়ে একটি কালো ছেলে
পথের পাশে বসে আছে হাত দুইটি মেলে।
বলছে, বাবা এতিম আমি বড়ই ভাগ্যহীন
পেটের ক্ষুধায় মরছি জ্বলে একটা টাকা দিন।
ঘরদোর আমার কিচ্ছু নেই থাকি গাছতলে
বৃষ্টি এলে পাখির মতো ভিজি বৃষ্টির জলে।
এ জগতে স্বজন বলতে আমার কেউ নাই
আল্লাহর অস্তে একটা টাকা খাবার জন্য চাই।
কেঁদে কেঁদে বলছে আরো, ঝরছে চোখের জল
আখেরাতে পাবেন বাবা এই দানটির ফল।
বেস্তে আল্লাহ রাখবেন সুখে পাবেন ভালো খানা
এই দুনিয়ায় এতিম আমি চক্ষু দু’টি কানা।
তোমরা যদি ছেলেটিকে দেখতে কেউ চাও
বুড়িগঙ্গা নদীর পাড়- সদরঘাটে যাও।
কুড়িয়ে এনে কলার খোসা দু’হাতে ধরে কষে
পেটের ক্ষুধায় তাই সে চাটছে বসে বসে।