বিশ্বনাথ বিশ্বাস..
এলোরে বৈশাখ নতুনের ডাক
সবুজের পল্লবে
বিষাদ বুলি পুরনো ঝুলি
যাক সরে যাক সরে।
নতুন পোশাকে এই বৈশাখে
হাঁটছি খুশি মনে
কত হাসি গান নদী কলতান
মধুবন জনে জনে।
ফসলের মাঠে আনন্দের পাঠে
হৃদয় স্বপ বুনে
জোছনা রাতে বেহালা হাতে
বাউলের গান শুনে।
এলো বৈশাখে রঙিন বাঁকে
আঁকে নকশীর ফোঁড়
বৈশাখী মেলায় পড়ন্ত বেলায়
খোলে সবার দোর।