ইব্রাহীম বিন রশীদ..
একুশ এলে ভাষার পাখি
স্বাধীন ডানা মেলে
দূর গগনে মন পবনে
মনের তালে খেলে।
একুশ এলে মনে পড়ে
ভাই হারানো গান
স্মৃতির খাতায় হাতটি বাড়ায়
মান-অভিমান।
একুশ এলে কান্না ঝরে
ঝরে দুঃখের স্মৃতি
যারা দিলো মায়ের ভাষা
জানাই তাদের প্রীতি।