এইচ এম সরোয়ারদী ..
মিষ্টি লাগে চাঁদের হাসি
মটরশুঁটির রূপ
আমার মায়ের বাংলা ভাষা
মিষ্টি লাগে খুব।
মিষ্টি লাগে দোয়েল শিমুল
আমার গাঁয়ের ধুলো
মিষ্টি লাগে আমার মায়ের
মুখের কথাগুলো।
মিষ্টি লাগে ঘাসের ফড়িং
সবুজ ধানের হাসি
বাংলা ভাষা তোমায় আমি
অনেক ভালোবাসি।