নাহার আহ্মেদ..
গান শোনালে সারাটা দিন
নাচবো আমি ধিনতাধিন
করবো কখন লেখাপড়া?
মা যে আমার ভীষণ কড়া
আসিস না তুই যখন তখন
রাঙিয়ে দিতে আমার এ মন।
রাগ করে না টুনটুনি
এনে দেবো ঝুনঝুনি
আমার সাথে করবি খেলা
সেজে গুঁজে বিকেলবেলা
থাকিস না আর গাল ফুলিয়ে
লিখবো ছড়া তোকে নিয়ে।